কিশোরগঞ্জ চরিতকোষ
Original price was: 300.00৳ .225.00৳ Current price is: 225.00৳ .
অখিল গোস্বামী
জন্ম: বৈশাখ ১৩২৯ বঙ্গাব্দ, সুলতানপুর, তারাইল, কিশোরগঞ্জ মৃত্যু: তারিখ – অজ্ঞাত। বাউল কবি। শিক্ষা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। পাঁচ শতাধিক গানের রচয়িতা পাণ্ডুলিপি আকারে রয়েছে। স্থানীয় নরোত্তম বাউল তাঁর গুরু। স্বদেশী আন্দোলন এবং সুসুং-দুর্গাপুর, শেরপুর এলাকায় জমিদার-তালুকদারদের বিরুদ্ধে কৃষক বিদ্রোহ দেখা দিলে তিনি তাতে যোগ দেন। তিনি কৃষকদের সপক্ষে বহু উদ্দীপনামূলক গান রচনা করেন এবং স্বকণ্ঠে তা বিভিন্ন স্থানে গেয়ে বেড়ান।
এতে সরকারের কোপ দৃষ্টিতে পড়ে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে বহুদিন আত্মগোপনে কাটান। তিনি কলকাতা মোহাম্মদ আলী পার্কে, কিশোরগঞ্জ আর্ট কাউন্সিলে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। ‘সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী’ এ জনপ্রিয় গানটি তাঁর রচিত।